শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৬ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭


মালিবাগ অভিমুখে আলেমদের স্রোত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান।।

আল্লামা আশরাফ আলী রাজধানীর গেন্ডারিয়ায় অবস্থিত আসগর আলী হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার লাশ সোমবার দিবাগত রাত থেকে জামিয়া শারঈয়্যাহ মালিবাগ মাদরাসায় রাখা হয়েছে।

প্রিয় মুরুব্বিকে শেষবারের মতো দেখতে ঢাকার বিভিন্ন প্রান্তর থেকে শিক্ষক-শিক্ষার্থীরা মালিবাগ মাদরাসায় জড়ো হতে শুরু করেছেন। ইতোমধ্যে জামিয়া শারঈয়্যাহ মালিবাগ মাদরাসা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সবাই প্রিয় মুরুব্বির রুহের মাগফেরাতের জন্য কান্না বিজরিত কণ্ঠে দোয়া-মুনাজাত, কুরআন তেলাওয়াত করছে।

জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া মিরপুর আরজাবাদ মাদরাসার মোহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এখন পর্যন্ত উপস্থিত হয়েছেন আল্লামা নূর হুসাইন কাসেমী, মাওলানা মাহফুজুল হক, আবদুর রব ইউসুফী, মাওলানা মামুনুল হক, মাওলানা আরীফুদ্দীন মারুফ, মাওলানা আসাদ আল হুসাইনী, মাওলানা মাসুদুল করীম, মাওলানা মুহাম্মদ আবদুস সামাদ, বেফাকের নেতৃবৃন্দ, আল হাইয়াতুল উলয়ার নেতৃবৃন্দ জামিয়া রাহমানিয়া, মালিবাগ জামিয়ার ছাত্র-শিক্ষকবৃন্দ।

মরহুমের জানাজা নামাজ তার নিজ গ্রাম কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারের মাদরাসায় আজ মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে রাজধানীর গেন্ডারিয়ায় অবস্থিত আসগর আলী হাসপাতালের বেডেই দিন পার করছিলেন দেশের শীর্ষ মুরুব্বি আলেম আল্লামা আশরাফ আলী। কয়েকদিন আগেও হাসপাতালে তাকে দেখতে এসেছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ধর্মপ্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আব্দুল্লাহ। অসুস্থ অবস্থায় তাদের কাছে আল্লামা সরকারের কাছে উম্মাহর জন্য কল্যাণকর দাবি তুলে ধরেন।

বিশিষ্ট এ আলেমদীন ও শায়খুল হাদিস দীর্ঘদিন ধরে দীনের বিভিন্ন শাখায় সফল অভিভাবকের ভূমিকা পালন করছিলেন।  ২০১৩ সাল থেকে রাজধানীর জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসায় হাদিসের দরস দিচ্ছিলেন। বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সিনিয়র সহ-সভাপতি ও কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটির কো-চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করছিলেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ