শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৬ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭


মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির ইশরাক-তাবিথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি থেকে দক্ষিণে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইশরাক হোসেন এবং উত্তরে তাবিথ আউয়াল।

আজ মঙ্গলবার দুই সিটির রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দেন তারা।

রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসে ঢাকা উত্তরের রিটার্নিং অফিসার আবুল কাশেমের কাছে মনোনয়নপত্র জমা দেন তাবিথ আউয়াল। এ সময় তিনি বলেন, জনগণের প্রতি আস্থা রেখেই এ নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। কারণ বর্তমান সরকারের ওপর দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে।

শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবেন জানিয়ে তাবিথ আউয়াল বলেন, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, এই সরকারের আমলের কোনো নির্বাচন সুষ্ঠু হয় না। তাই এবারের নির্বাচনে যেন কোনো সমস্যা না হয়, সেজন্য নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করা হবে।

এদিকে আজ বিকেলে রাজধানীর গোপীবাগে অবস্থিত দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং অফিসার মো. আব্দুল বাতেনের কাছে মনোনয়নপত্র জমা দেন ইশরাক হোসেন। তিনি বলেন, নির্বাচিত হলে ঢাকাকে বসবাসযোগ্য হিসেবে গড়ে তোলা হবে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঢাকার দুই সিটির নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন আজ ৩১ ডিসেম্বর। মনোনয়ন যাচাই-বাছাই ২ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ৯ জানুয়ারি। এবারের নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ