মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


বাবরি মসজিদ নির্মাণে ৫টি জায়গা চিহ্নিত করলো যোগী সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মসজিদ গড়ার জন্য তিনটি এলাকার মোট পাঁচটি জায়গা বেছে দিয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। যে জায়গাগুলি বাছা হয়েছে সেগুলি রয়েছে মির্জাপুর, শামসুদ্দিনপুর ও চাঁদপুরে। প্রত্যেকটি জায়গাই ৫ একর জুড়ে।

আজ মঙ্গলবার এ খবর নিশ্চিত করেছে উত্তরপ্রদেশ সরকার।

২৭ বছর আগে যেখানে বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছিল, বাবরি মসজিদের সেই জমি আর তার লাগোয়া ১৫ কিলোমিটার ব্যাসার্ধের এলাকা সুপ্রিম কোর্ট হিন্দুদের দিয়েছে। ওই এলাকার বাইরে এই জায়গাগুলি বাছা হয়েছে নতুন করে মসজিদ নির্মাণ করার জন্য।

মসজিদ নির্মাণের জন্য দ্রুত স্থান নির্বাচনের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই জমির মাপও বলে দেওয়া হয়েছিল। পাঁচ একর। তারই প্রেক্ষিতে উত্তরপ্রদেশ সরকারের এই পদক্ষেপ।

সূত্র মতে আরো জানা যায়, যে জায়গাগুলি বাছা হয়েছে, সেগুলি এ বার দেখানো হবে সুন্নি ওয়াকফ বোর্ডকে। তার মধ্যে থেকেই মসজিদ গড়ার জন্য পছন্দের জায়গা বেছে নেওয়ার কথা সুন্নি ওয়াকফ বোর্ডের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ