আওয়ার ইসলাম: মালিবাগ জামিয়ার শায়খুল হাদীস ও প্রিন্সিপাল হযরত মাওলানা আশরাফ আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, ভাবতেই খুব কষ্ট হচ্ছে সামাজিক ,সদালাপী , অমায়িক, উদার ও স্বাপ্নিক, শীর্ষ আলেমেদ্বীন, সাহসী ও হক্কানিয়তের পতাকাবাহী এই দরদী আলেম এখন আর নেই। কিছুদিন আগে যিনি আমাকে একই হাসপাতালে স্নেহ আর মমতায় বুকে টেনে নিয়ে আদরের চুমু এঁকে দিয়েছিলেন, মুখে, বুকে, হাত বুলিয়ে দিয়েছিলেন, কাদিয়ানীসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দিয়েছিলেন, উৎসাহিত করেছিলেন, তাঁর মরহুম হয়ে যাওয়ার সংবাদে মনটা হাহকার করে উঠেছে।
মুফতি ফয়জুল্লাহ আরও বলেন, প্রখ্যাত ও শীর্ষ ইসলামী চিন্তাবিদ, আলোকিত মানুষ গড়ার কারিগর, প্রখ্যাত বুজুর্গ, হক্কানিয়তের পতাকাবাহী , আল্লামা আশরাফ আলী সাহেব রহ. বহু গুণে গুণান্বিত ছিলেন। আমি আমার জীবনে তাঁকে যতবার দেখেছি ততবারই মুগ্ধ এবং অভিভূত হয়েছি। তাঁর আন্তরিকতাপূর্ণ দু’আ লাভ করেছি।
শােক বার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেন। একই বার্তায় তিনি মরহুমের শােকসন্তোপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আল্লামা আশরাফ আলীর জানাজা নামাজ তার নিজ গ্রাম কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারের মাদরাসায় আজ মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হবে।
আল্লামা আশরাফ আলী রহ. কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার ফলডার পাড় গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৩ সাল থেকে রাজধানীর জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসায় হাদিসের দরস দিচ্ছিলেন। প্রিন্সিপাল হিসেবে এই মাদরাসাটিকে সুনামের সাথেই পরিচালনা করে আসছিলেন। বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সিনিয়র সহ-সভাপতি ও কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটির কো-চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করছিলেন তিনি।
আরএম/