শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬


জামিয়া শারইয়্যাহ মালিবাগে আজকের পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সিনিয়র সহ-সভাপতি, জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী ইন্তেকাল করেছেন। এ কারণে মালিবাগ মাদরাসায় চলমান দ্বিতীয় সাময়িক পরীক্ষার আজকের জন্য স্থগিত করেছে কতৃপক্ষ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আল মুলিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জামিয়া শারইয়্যাহ মালিবাগের সকল ছাত্রকে জানানো যাচ্ছে, হযরত মুহতামিম সাহেবের ইন্তেকালের কারণে আজকের (৩১ ডিসেম্বর) পরীক্ষা স্থগিত করা হলো। আজকের নির্ধারিত পরীক্ষা আগামীকাল (১ জানুয়ারি) বুধবার অনুষ্ঠিত হবে। বুধবারের পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

উল্লেখ্য, বাকী পরীক্ষাগুলো রুটিন অনুযায়ী বহাল থাকবে।

আরএম/

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ