শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৬ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭


'আল্লামা আশরাফ আলী রহ. এর ইন্তেকালে জাতি একজন অভিভাবক হারালো'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি এবং আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া’র কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী রহ. এর রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনের সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতির বক্তব্যে ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এম. হছিবুল ইসলাম বলেন, শাইখুল হাদীস আশরাফ আলী ছিলেন দেশের বিশিষ্ট আলেমে দীন, হাদিস শাস্ত্রের পণ্ডিত, বয়োজেষ্ঠ আলেম ও অসংখ্য দীনি শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনের পৃষ্ঠপোষক। দীনি শিক্ষার প্রচার ও প্রসারে তার বিশেষ অবদান অনস্বীকার্য। তার ইন্তেকালে এদেশের মানুষ একজন অভিভাবককে হারালো।

দোয়া মাহফিলে আশরাফ আলী রহ. এর রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

ইশা ছাত্র আন্দোলনের সেক্রেটারী জেনারেল নূরুল করীম আকরামের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ আল-আমিন, প্রশিক্ষণ সম্পাদক শরিফুল ইসলাম রিয়াদ, তথ্য ও গবেষণা সম্পাদক ইউসুফ আহমাদ মানসুর, প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, কওমি মাদরাসা সম্পাদক নূরুল বশর আজিজী, স্কুল সম্পাদক মাহমুদুল হাসান ও সদস্য জামাল উদ্দিন খালিদ প্রমূখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ