শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৬ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭


অতীত ভুলে নতুন করে কাজে মনোনিবেশ করতে হবে: ইফার নতুন মহাপরিচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওযার ইসলাম: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার যোগদান করেছেন। তিনি আজ মঙ্গলবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে যোগদান করেন। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলামসহ সকল পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাকে স্বাগত জানান।

নবনিযুক্ত মহাপরিচালকের দায়িত্বভার গ্রহণের পর ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদেও সাথে পরিচিতি সভায় মিলিত হন।

এ সময় মহাপরিচালক বলেন, অতীতের সবকিছু ভুলে নতুন করে কাজে মনোনিবেশ করতে হবে। তিনি সফলভাবে দায়িত্ব পালন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর সিরাজউদ্দীন আহমেদসহ পরিচালকবৃন্দ ও সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) ডিজি পদে দীর্ঘ ১১ বছর পর পরিবর্তন আনা হয়েছে। দুনীতি অনিয়ম স্বজনপ্রীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে বিদায় নিলেন সামীম মোহাম্মদ আফজাল। নতুন ডিজি হিসেবে নিয়োগ লাভ করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. হামিদ জমাদ্দার।

গতকাল সোমবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা অফিস আদেশে এ পরিবর্তন আনা হয়। আদেশে বলা হয়, ‘ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ গতকাল শেষ হয়েছে। ইসলামিক ফান্ডেশনের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা) মু. আ. হামিদ জমাদ্দারকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে আর্থিক ক্ষমতাসহ মহাপরিচালক ইসলামিক ফাউন্ডেশনের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো। ইফায় মহাপরিচালক যোগদান না করা পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ