মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


মোদীর উগ্রবাদী এজেন্ডা কখনই সফল হবে না: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, বিশ্ববাসীকে মোদী সরকারের এজেন্ডা ও এ অঞ্চলের নিরাপত্তার উপর মারাত্মক প্রভাবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ভারত হিন্দুত্ববাদী যে এজেন্ডা বাস্তাবায়ন করার পরিকল্পনা করছে। কিন্তু তারা এতে কখনই সফল হবে না।

জিওনিউজের বরাতে জানা যায়, ইসলামাবাদে প্রধানমন্ত্রী ইমরান খান শীর্ষস্থানীয় কাশ্মীরি নেতা কাশিয়ার সাথে সাক্ষাত কালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রমতে, বৈঠকে বিশ্বব্যাপী বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে ভারতের দ্বারা দখলকৃত কাশ্মিরে মারাত্মক মানবাধিকার লঙ্ঘন এবং কাশ্মীরকে দখলের পায়তারা সম্পর্কে আলোচনা হয়।

এ উপলক্ষে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, নির্দোষ কাশ্মীরি ও কাশ্মীরের প্রতিটি সংগঠনের আওয়াজ তুলতে হবে। মোদী সরকারের এজেন্ডা এবং অঞ্চলটির শান্তি ফিরিয়ে আনতে বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে।

প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, হিন্দু চরমপন্থী সংগঠন আরএসএস এ হিন্দুত্ববাদী এজেন্ডার মাধ্যমে কেবল কাশ্মীর নয়, ভারতে বসবাসরত লক্ষ লক্ষ মানুষের পরিচয় মুছে ফেলার চেষ্টা চলছে। এ স্বপ্ন কখনও পূরণ হবে না।

তিনি আরও বলেন, পাকিস্তানি জনগণ ও সরকার তাদের কাশ্মীরি ভাইদের নৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সহায়তা অব্যাহত রাখবে।

এ বিষয়ে কাশ্মীরের নেতা প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্রমাগতভাবে কাশ্মিরের বিষয়টি বিশ্বব্যাপী তুলে ধরার জন্য এবং জাতিসংঘের ভারতীয় দমন-পীড়নের দিকে নজর দিতে আবেদন জানায়।

জিওনিউজ থেকে আবদুল্লাহ তামিমি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ