আওয়ার ইসলাম: মালয়েশিয়ার মানুষের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে ও বিভ্রান্ত থেকে রক্ষা পেতে বিতর্কিত বক্তা ডা. জাকির নায়েককে দেশের জাতীয় শিক্ষার সাথে যুক্ত করা উচিত নয় বলে মন্তব্য করেছেন পেনাংয়ের প্রধান মুফতি, দাতুক সেরি ওয়ান সেলিম ওয়ান মুহাম্মদ নূর।
মালয়েশিয়ার গণমাধ্যম মালায় মেইল জানায়, মালয়েশিয়ার একটি বিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নে ডা. জাকির নায়েককে ‘মুসলিম বিশ্বের আইকন’ হিসাবে উল্লেখ করা হয়। এ ঘটনায় দেশটিতে ডা. নায়েককে নিয়ে সমালোচনার ঝড় বইছে। বিশেষ করে পেনাংয়ের উপ-মুখ্যমন্ত্রী ও অনেক জনসাধারণ, পেনাংয়ের প্রধান মুফতি দাতুক সেরি ওয়ান সেলিম মুহাম্মদ এ বিষয়ে কড়া সমালোচনা করেন।
সূত্রমতে জানা যায়, বিদ্যালয়ের প্রশ্নে উল্লেখ ছিলো, “জাকির নায়েক ইসলামি বিশ্বের অন্যতম আইকন, তিনি সত্য ইসলাম প্রচারে, রসুলুল্লাহ সা. এর কুরআন ও সুন্নাহ অনুসরণে অত্যন্ত সক্রিয়। তাকে জিজ্ঞাসা করা প্রতিটি প্রশ্নের উত্তর তিনি যুক্তি দিয়ে উত্তর দিতে সক্ষম। তবে মালয়েশিয়ায় তার বক্তব্য প্রচারের অনুমতি নেই। একজন মালয়েশিয়ান হিসাবে আপনি এটা কি ঠিক মনে করেন?’’
পেনাং মুফতি ডা. ওয়ান সেলিম আরো বলেন, উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানের উচিত জনগণকে একীকরণের ক্ষেত্রে জোর দেয়া এবং কোনো মতবিরোধ ও বৈরিতা তৈরির বিপক্ষে ভূমিকা রাখা। তাদের এমন প্রশ্ন করা উচিত হয়নি।
ওয়ান সেলিম আরো বলেন, মালয়েশিয়ার উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানের সিনিয়র ও পরিচালকদেরকে পরীক্ষার প্রশ্নাসহ লার্নিং সিলেবাস নিয়মিত পর্যবেক্ষণ করে আরও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব আদায় করারও আবেদন করেন তিনি।
মালায় নিউজ থেকে আবদুল্লাহ তামিম
-এটি