শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬


মারকাযুল ফুরকান আইডিয়াল মাদরাসায় ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  মারকাযুল ফুরকান আইডিয়াল মাদরাসা, মারকাযুল ফুরকান আইডিয়াল গার্লস মাদরাসা ও মারকাযুল ফুরকান আইডিয়াল ইংলিশ ভার্সন ইসলামিক স্কুলে আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ারে ভর্তি চলছে। প্রি-প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত, বিশ্বমানের হিফজুল কুরআন, নূরানি, নাজেরা ও কিতাব বিভাগে ভর্তি কার্যক্রম অব্যাহত রয়েছে।

কাযুল ফুরকানের প্রতিটি প্রতিষ্ঠানই আলাদা আলাদা ক্যাম্পাসে পরিচালিত, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকে সফলতার শীর্ষে, স্কুলের শিক্ষার্থীদের জন্য কুরআন শিক্ষা বাধ্যতামূলক, সকল শিক্ষার্থীদের জন্য স্পােকেন ইংলিশ ও স্পােকেন এ্যারাবিক বাধ্যতামূলক, কোন শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে হয় না, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও শতভাগ নিরাপত্তা ব্যবস্থা, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা, কুরআন ও হাদিসের বাস্তব জ্ঞান প্রদান।

এছাড়াও ব্যস্ত ও প্রবাসি অভিভাবকদের সন্তানদের দায়িত্ব গ্রহণ, সকল ক্যাম্পাস ২৪ ঘণ্টা সি.সি. ক্যামেরায় পর্যবেক্ষণ, শারীরিক ও মানসিক নির্যাতনমুক্ত ক্যাম্পাস, আইটি বেইজড ডিজিটাল ক্যাম্পাস, বাংলাদেশ মাদরাসা শিক্ষাবাের্ড ও কওমি মাদরাসা শিক্ষাবাের্ড-এর সমন্বিত সিলেবাস,

এছাড়াও মারকাযুল ফুরকানের বালিকা শাখা নতুন ভবনে নতুন আঙ্গিকে সম্পূর্ণ মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত হচ্ছে বলেও জানা গেছে।

মাদরাসা কর্তৃপক্ষ জানান, হাফেজ/হাফেজা, আলেম/আলেমার পাশাপাশি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্য পেশাজীবি তৈরেতে মারকাযুল ফুরকান কাজ করছে।  সন্তানের সুন্দর ভবিষ্যত গড়তেই আমাদের সকল প্রচেষ্টা।

যাতাযাত: ঢাকার যেকোন স্থান থেকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। সেখান থেকে রিক্সাযোগে ৫৫ উত্তর মুগদা ঝিলপাড়। যােগাযােগ: ০২-৭২৭৩৭৯৮, ০১৭২৪-৯৬৬০৪৫, ০১৯৬৮৮৭০২২-৭।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ