আওয়ার ইসলাম: ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন না পাওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, আমার বাবার হাত ধরে আমি রাজনীতিতে এসেছি। বাবার অবর্তমানে আমার অভিভাবক নেত্রী (শেখ হাসিনা)। আমার জন্য যা ভালো সেই সিদ্ধান্তই নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি খুশি।
সোমবার দুপুরে নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সাঈদ খোকন।
রোববার ঢাকার দুই সিটিতে দলীয় মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা উত্তরে মনোনয়ন পান বর্তমান মেয়র আতিকুল ইসলাম। আর দক্ষিণে মনোনয়ন পান ব্যারিস্টার ফজলে নূর তাপস। মনোনয়ন বঞ্চিত হওয়ার পর থেকে সাঈদ খোকনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছিল না। ২৪ ঘণ্টায় তার দেখা পাননি সাংবাদিকরা।
এই সময় তিনি বনানীর বাসায়ই ছিলেন। টেলিফোনে দুএকজন সাংবাদিকদকে সাড়া দিলেও ‘নো কমেন্ট’ বলে প্রতিক্রিয়া শেষ করে সংযোগ কেটে দিয়েছেন। তবে আজ (সোমবার) নিজেই গণমাধ্যমকর্মীদের ডেকে নিজের প্রতিক্রিয়া জানান সাইদ খোকন।
দলীয় প্রার্থীকে সহযোগিতা করবেন কি না জানতে চাইলে মেয়র খোকন বলেন, আমার নেত্রীর সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত জানাব, তাছাড়া আমাদের পুরান ঢাকার একটা ঐতিহ্য রয়েছে। আমার মুরব্বিদের সঙ্গে আলাপ করে জানাব। তাছাড়া যেহেতু আমি পূর্ণমন্ত্রীর মর্যাদার মেয়র, তাই আমার অনেক কিছুই আইন কানুন মেনে কথা বলতে হয়।
-এএ