শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৬ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭


দুর্নীতির গ্লানি টেনে অবশেষে বিদায় নিচ্ছেন ইফা ডিজি, নতুন দায়িত্বে আ. হামিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আলোচনা সমালোচনার সমাপ্তি ঘটিয়ে আগামীকাল মঙ্গলবার বিদায় নিচ্ছেন ইসলামিক ফাউন্ডেশনের দীর্ঘদিনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। নতুন দায়িত্ব পাচ্ছেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. হামিদ জমাদ্দার।

দায়িত্ব পাওয়া মু. আ. হামিদ জমাদ্দার এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, আমি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্ব পালন করব। নতুন মহাপরিচালক নিয়োগ হলে তার কাছে দায়িত্ব হস্তান্তর করব।

সূত্রমতে জানা যায়, সামীম মোহাম্মদ আফজাল জুডিশিয়াল সার্ভিসে ১৯৮৩ সালে যোগদান করেন। ২০০৯ সালের জানুয়ারিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। নিয়োগ ও পদোন্নতি, বিভিন্নখাত থেকে দুর্নীতিসহ নানা বিষয়ে অনিয়ম করেছেন তিনি।

তিনি ২০০৯ সালের পর থেকে কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে দৈনিক ভিত্তিতে ৬০০ থেকে ৭০০ কর্মচারী নিয়োগ দিয়েছেন। যাদের পরবর্তী সময়ে নিয়মিতকরণ করা হয়। তবে এখনো ২০০ থেকে ৩০০ কর্মচারী দৈনিক ভিত্তিতে নিয়োজিত আছেন।

নানান দুর্নীতির অভিযোগে এক সময় স্বীয় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীরাই তার অপসারণরে দাবিতে আন্দোলন করে। পরবর্তীতে তার অসুস্থতার কথা বিবেচনা করে চুক্তির মেয়াদ শেষ করার সুযোগ দেন সরকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ