শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৬ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭


‘গণতন্ত্র উদ্ধার আন্দোলন’ সমাবেশে জমিয়তে উলামায়ে ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় নির্বাচনের বর্ষপূর্তি দিনটিকে ‘কালো দিন’ হিসেবে আখ্যা দিয়ে রাজধানীর মৎস্য ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ‘গণতন্ত্র উদ্ধার আন্দোলন’ নামে নতুন একটি সংগঠন।

গণতন্ত্র উদ্ধার আন্দোলনের প্রধান সমন্বয়ক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসেন কাসেমী, বিশিষ্ট আলোকচিত্রী শহীদুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল বক্তব্য রাখেন।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে এ সমাবেশ হয়। সমাবেশে আল্লামা নূর হোসেন কাসেমী নেতৃত্বাধীন জমিয়তে উলামায়ে ইসলামের কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

আ স ম আব্দুর রব বলেন, ‘সারা বিশ্বে ভোট হয় দিনের বেলা। বাংলাদেশে ভোট হয়েছে রাতের বেলা। পৃথিবীর সব দেশে ঘোষিত তারিখে ভোট হয়। বাংলাদেশে ২৪ ঘণ্টা আগে ভোট হয়। উনি (প্রধানমন্ত্রী) পারলে বোধ হয় সূর্যটাও ডুবিয়ে দেবেন।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ