মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


উত্তর প্রদেশে মাইক্রোবাস খাদে, নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের উত্তরপ্রদেশে নয়ডা অঞ্চলে ঘন কুয়াশায় মাইক্রোবাস খাদে পড়ে দুই শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ যাত্রী।

স্থানীয় সময় রোববার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দিল্লির কাছাকাছি অবস্থিত দানকৌর এলাকায় খেরলি খালে পড়ে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

আজ সোমবার সকালে পুলিশের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ঘন কুয়াশার কারণে উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় গাড়িটি খালে পড়ে যায়। গাড়িটিতে মোট ১১ জন ছিলেন। পুলিশ ও উদ্ধারকারী দল গিয়ে ১১ জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে যেখানে ৬ জনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বাকি ৫ জনের বর্তমানে চিকিৎসা চলছে।

পুলিশের এক মুখপাত্র জানান, ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে রাস্তা বেশি দেখা না যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার কারণ নিশ্চিত হতে অধিকতর তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ