মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেল ভারত-পাকিস্তানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ : বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪১ হিজরি সনের জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা না গেলেও প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে বলে দেশ দুটির স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়। ফলে শনিবার (২৮ ডিসেম্বর) থেকেই দেশ দুটিতে জমাদিউল আউয়াল মাস গণনা করা হবে।

ভারতের ইমারতে শরিয়তে হিন্দ নামক সংগঠন এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির চাঁদ দেখা কমিটি ভোপাল, গুজরাট, রাজস্থানসহ বেশ কয়েকটি জেলায় চাঁদ দেখা স্বাপেক্ষ শনিবার (২৮ ডিসেম্বর) থেকেই জমাদিউল আউয়াল মাস শুরু হবে বলে ঘোষণা করেছে। জমিয়তে উলামায়ে হিন্দের নেতা মাওলানা মোহাম্মদ ইউসুফ খান কাসেমীর সভাপতিত্বে দেশটির চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

Image may contain: text

অন্যদিকে পাকিস্তানের এআরওয়াই নিউজ জানিয়েছে, দেশটির চাঁদ দেখা কমিটি করাচী কার্যালয়ে  কমিটিরচেয়ারম্যান মুফতি মুনিব-উর-রহমানের সভাপতিত্বে এক বৈঠকে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে ঘোষণা করেছে। শনিবার থেকেই দেশটিতে হিজরী সনের অর্থাৎ আরবী পঞ্চম চন্দ্র মাস জমাদিউল আউয়াল গণনা করা হবে।

এদিকে বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪১ হিজরি সনের জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শনিবার (২৮ ডিসেম্বর) রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে এবং রোববার (২৯ ডিসেম্বর) থেকে জমাদিউল আউয়াল মাস গণনা করা হবে। ফলে বাংলাদেশে শনিবার (২৮ ডিসেম্বর) রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে এবং রোববার (২৯ ডিসেম্বর) থেকে জমাদিউল আউয়াল মাস গণনা করা হবে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মসচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি আনিছুর রহমান।

তবে ইসলামী ফাউন্ডেশনের এক বিবৃতিতে বলা হয়েছে, চাঁদ দেখা কমিটির সভায় ১৪৪১ হিজরি সালের জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাপরিচালক কাজী নূরুল ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব নজরুল ইসলাম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শাহ মিজানুর রহমান, ঢাকার সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার হেড মাওলানা, ঢাকা জেলার এডিসি (জেনারেল) শাহিদুজ্জামান, আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক আবদুর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ