আওযার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর নিয়ে তৎপর হতে যাচ্ছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। কাশ্মীর নিয়ে মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পরিকল্পনা করছে সংস্থাটির দায়িত্বে থাকা সৌদি আরব।
বৃহস্পতিবার একদিনের সফরে ইসলামাবাদ আসেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সউদ। পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন তিনি।
এক বিবৃতিতে ইসলামাবাদ জানায়, কাশ্মীর নিয়ে ওআইসির ভূমিকা প্রসঙ্গে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা হয়। ভারত নিয়ন্ত্রিত অঞ্চলটির বিশেষ মর্যাদা বাতিলের পর সেখানে মানবাধিকার লংঘনের বিষয়টিও গুরুত্ব পায় বৈঠকে।
এ ছাড়া হিন্দুত্ববাদী এজেন্ডায় বিজেপি সরকারের বিতর্কিত নাগরিকত্ব আইন পাসের বিষয়টিও সৌদি আরবকে অবহিত করেন শাহ মেহমুদ কুরেশি।
একইদিন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে প্রিন্স ফয়সাল বিন ফারহানের বৈঠকে উঠে আসে কাশ্মীর প্রসঙ্গ।
বৈঠকে ইমরান খান জানান, ভারত বরাবরই সীমান্তে আন্তর্জাতিক আইন লংঘন করে আসছে। এতে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তায় হুমকি বাড়ছে।
তিনি কাশ্মীরি জনগণের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করতে, জম্মু-কাশ্মীর নিয়ে ন্যায্য সমাধানের সুবিধার্থে এবং ভারতে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য পদক্ষেপ গ্রহণে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকা রাখার আহ্বান জানান।
আরএম/