মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


ছাত্ররা, ভয় পাবে না, প্রতিবাদ চালিয়ে যাও: মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘দিল্লির টুকরে টুকরে গ্যাং’-কে শাস্তি দেওয়ার সময় এসে গিয়েছে, দিল্লির মানুষের এ কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন অমিত শাহ।

আজ বৃহস্পতিবার দিল্লিতেই অমিত শাহের মুখে যখন এই মন্তব্য শোনা গেল, প্রায় ঠিক তখনই কলকাতায় ছাত্রদের ভয় না পেয়ে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাওয়ার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি আরো বলেন, বিজেপি যেন আগুন নিয়ে না খেলে, এই ভাষায় সমঝে দিয়ে মমতা বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জারি থাকবে।

সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী তৃণমূল নেত্রী মমতা আরো বলেন, কাওকে ভয় পেতে হবে না। আমি সাবধান করে দিচ্ছি, বিজেপি যেন আগুন নিয়ে না খেলে। এদিন কলকাতার রাজাবাজার থেকে মল্লিকবাজার পর্যন্ত পদযাত্রার নেতৃত্ব দিয়েছেন মমতা।

তিনি বলেন, বিজেপি ছাত্রছাত্রীদের হুমকি দিচ্ছে। সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনে শামিল জামিয়া, আইআইটি কানপুর ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতি আমরা সংহতি জানাচ্ছি। তিনি প্রতিবাদী ছাত্রদের পাশে দাঁড়াবেন বলেও জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ