মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


মুসলিমদের জন্য দেড়শ দেশ, হিন্দুদের জন্য শুধুই ভারত: বিতর্কিত মন্তব্য রুপানির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে দেশজোড়া বিতর্কের মধ্য দিয়েই সেই বিতর্ক আরো উস্কে দিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। তার বিতর্কিত মন্তব্যে দেশজুড়ে আবারো সমালোচনায় এলেন তিনি।

দ্য হিন্তুস্তান টাইমস জানায়, নাগরিকত্ব বিলের পক্ষে গতকাল মঙ্গলবার গুজরাটে ৬২টি ব়্যালি হয়। আমেদাবাদের ব়্যালিতে রুপানি বলেন, মুসলমানদের জন্য বিশ্বে ১৫০টি দেশ রয়েছে। তারা সেখানে যেতে পারেন। কিন্তু, হিন্দুদের জন্য একটিই দেশ ভারত।

তার বক্তব্যে তিনি আরো বলেন, ভারতে মুসলমানরা সম্মানের সঙ্গে বসবাস করার সুযোগ পান। তাদের জনসংখ্যাও বেড়েছে। তার হিসেবে, ৯ থেকে মুসলমানদের জনসংখ্যা ভারতে ১৪ শতাংশে পৌঁছেছে। ধর্ম নিরপেক্ষ সংবিধানের কারণে মুসলমানরা এদেশে সম্মানের সঙ্গে খুব ভালভাবে বসবাস করছেন।

গুজরাটের এ মুখ্যমন্ত্রী আরো বলেন, পাকিস্তানে হিন্দুদের হার ২২ থেকে ৩ শতাংশে নেমে গিয়েছে। সেখানে তাদের উপর অত্যাচার করা হয়েছে, সম্পত্তি ধ্বংস করে দেওয়া হয়েছে। বহু আগে তাই সেদেশ থেকে হিন্দুরা ভারতে চলে এসেছিল। কিন্তু, নাগরিকত্ব না মেলায় তারা সব সুযোগ সুবিধা ভোগ করতে পারেন না।

বাংলাদেশের সম্পর্কে রুপানি দাবি করেন, ‘সেদেশে হিন্দুদের সংখ্যা শতাংশের বিচারে কমে দাঁড়িয়েছে ২ শতাংশে, আফগানিস্তানে শিখ রয়েছেন মাত্রা ৫০০ জন। আগে সেখানে বসবাস করতেন প্রায় ২ লক্ষ শিখ সম্প্রদায়ের মানুষ। তাই সেদেশের সংখ্যালঘুদের আপন করতেই নয়া নাগরিকত্ব বিলের ব্যবস্থা করেছে কেন্দ্র।

মুখ্যমন্ত্রী আরো দাবি করেন, মুসলমানদের জন্য বিশ্বে ১৫০টি দেশ রয়েছে। তারা সেখানে যেতে পারে। কিন্তু, হিন্দুদের জন্য একটি-ই দেশ রয়েছে, তা হল ভারত।

গত রোববার প্রধানমন্ত্রী, মঙ্গলবার স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করে বলেছেন, দেশে এনআরসি লাগুর কোনও বিবেচনা এ মূহূর্তে নেই। বিষয়টি মন্ত্রিসভা বা সরকারে এখনও পর্যন্ত আলোচনাই হয়নি। এক ধাপ এগিয়ে অমিত শাহ বলেছেন, ‘এনপিআরের সঙ্গে এনআরসির কোনও সম্পর্ক নেই। কারোর ভয় পাওয়ার কোনও কারণ নেই।

এদিকে রুপানির দাবি ভিন্ন। গুজরাটের এ মুখ্যমন্ত্রী বলেছেন, বিজেপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এনআরসি। ভুয়ো নাগরিকদের তাড়াতে এনআরসি লাগু হবেই। পাশাপাশি তার দাবি, ভোটের আগে বিজেপি বলেছিল, কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ হবে, সিএএ লাগু হবে, রাম জন্মভূমি তৈরি হবে। সবকটিই পূরণ হয়েছে। আমরা আমাদের অঙ্গিকার পূর্ণ করেছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ