বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ।। ১৩ কার্তিক ১৪৩২ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাদরাসা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান, আহত ১৫ শিক্ষাব্যবস্থার পচন দূর করতে শুধু কমিশন করে কোনো লাভ হবে না: পরিকল্পনা উপদেষ্টা জুলাই সনদ রাজনৈতিক ফাঁকা বুলি নয়, এর আইনি ভিত্তি চাই: নাসীরুদ্দীন পাটওয়ারী গ্রিন টি না কি লাল চা, কোনটিতে উপকার বেশি আজ আল্লামা নিয়াজ মাখদূম খোতানী আত-তুর্কিস্তানী (রহ.) এর ওফাত বাংলাদেশ ব্যাংকের শরিয়া বোর্ডের সদস্য হলেন মুফতি ইউসুফ সুলতান খাগড়াছড়িতে হেফাজতে ইসলামের প্রতিবাদী মানববন্ধন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ : সালাহউদ্দিন আহমদ উপজেলা মডেল মসজিদের কাজ শেষ হয়নি ৬ বছরেও ইমাম-খতিবরা সমাজকে আলোর পথ দেখান: এ্যানি

শায়খ সুদাইসির নির্দেশনায় অনারবদের জন্য 'আরবি ই-শিক্ষাকেন্দ্র'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

সৌদি আরবে জ্ঞানার্জন করার ইচ্ছা কার নেই, শায়েখ আব্দুর রহমান আস সুদাসির ক্লাসে কে না বসতে চায়। তবে আর্থিক সংকট ও উপায় উপকরণের স্বল্পতার কারণে অনেক আরবি শিক্ষার্থী সমগ্র আরবের হৃদপিণ্ড সৌদিতে যেতে পারেন না। শায়েখ সুদাইসির মনকাড়া লেকচার শোনা থেকে বঞ্চিত থাকেন জীবনজুড়ে। তবে হতাশ হওয়ার কি আছে! এবার তাদের জন্য এসেছে দারুণ এক সুখবর!

আল হারামাইনিশ শারিফাইনের প্রধান তত্বাবধায়ক শায়েখ আব্দুর রহমান আস সুদাইসির নির্দেশনায় তৈরি হচ্ছে আরবি ই-শিক্ষাকেন্দ্র।  শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহার করে বিশ্বের যেকোনো স্থান থেকে খুব সহজেই ভর্তি হতে পারবেন এই শিক্ষাপ্রতিষ্ঠানে। যেখানে নিয়মিত ক্লাস নেবেন সৌদি আরবের স্বনামধন্য সব স্কলারগণ।

বিভিন্ন আরবি গণমাধ্যম সূত্রে জানা যায়, মূলত দূরের অথচ আরবে শিক্ষাগ্রহণ করতে প্রচন্ড আগ্রহী এমনসব অনারবী শিক্ষার্থীদের প্রতি লক্ষ্য রেখেই ডিজিটাল এই শিক্ষাকেন্দ্র চালুর ঘোষণা দিয়েছে কতৃপক্ষ। তবে আরব দেশসমূহের শিক্ষার্থীও ভর্তি হতে পারবেন শায়েখ আস সুদাইসির ই-শিক্ষাকেন্দ্রে।

শিক্ষাকেন্দ্রের লক্ষ্য হবে আধুনিক ও উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে তরুণশ্রেণীকে আরবের সঙ্গে বৈশ্বিক পরিচয়ে পরিচিত করা। তারাও যেন ভবিষ্যতে আরবি সংস্কৃতির প্রসার ও আন্তর্জাতিক পরিমন্ডলে শিক্ষামূলক পরিবেশ সরবরাহে অবদান রাখতে পারে। তবে কবে নাগাদ সম্পূর্ণরূপে এই প্রতিষ্ঠান চালু হবে এবং এখানে ভর্তির নিয়মনীতি কি-এই খবর এখনো পাওয়া যায়নি।

সূত্র জানায়, ইতিমধ্যেই শায়েখ আস সুদাইসির নির্দেশনায় ই-শিক্ষাকেন্দ্র তৈরির কাজ এগিয়ে চলছে। ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমানের ভিশন ২০৩০ বাস্তবায়নেরই একটি অংশ হিসেবে এটি তৈরি হচ্ছে বলে সূত্র জানায়। সবদিক থেকে সৌদি আরবকে বিশ্বের দরবারে মডেল হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে ই-শিক্ষাকেন্দ্রও গুরুত্বপূর্ণ অবদান রাখবে-এই দাবি করছে কতৃপক্ষ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ