বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ ।। ২৩ পৌষ ১৪৩২ ।। ১৮ রজব ১৪৪৭

শিরোনাম :
ইত্তিহাদুল উলামা বাড্ডার উদ্যোগে ঐতিহাসিক সীরাত মাহফিল ৯ জানুয়ারি আফগানিস্তানের সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে আগ্রহ তুর্কি কোম্পানিগুলোর  শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের খতমে বুখারী ও দোয়া মাহফিল ১২ জানুয়ারি শীতে কেন উপকারী খেজুর গুড় জকসু নির্বাচনে চার কেন্দ্রের শীর্ষ তিন পদে এগিয়ে শিবির জেলা দায়িত্বশীলদের প্রতি জমিয়তের একগুচ্ছ নির্দেশনা ‘জামায়াত আমিরের বক্তব্য অজ্ঞতার শামিল, তওবা করা উচিত’ গণভোটের প্রচারে যুক্ত করা হচ্ছে ইমামসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানকে  বাংলাদেশি সন্দেহে ভারতে ৮ মুসলিমকে মারধর নেপালে মসজিদ ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা, কারফিউ জারি

দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই: ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহা. আব্দুল্লাহ। তিনি বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা নেতৃত্ব ও অভিভাবক হারা হয়েছিলাম। আল্লাহর রহমতে বঙ্গবন্ধু কন্যা জীবিত ছিলেন বলে আমরা আবারো জাতি হিসেবে ঘুরে দাঁড়াতে পেরেছি। জাতি হিসেবে সম্মানের সাথে এগিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে।

আজ রোববার সকাল ১১টায় প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড), অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী লীগ কোটালীপাড়া উপজেলা শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগকে তৃণমূলপর্যায়ে আরও বেশী সুসংগঠিত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে অত্যন্ত স্বচ্ছতার সাথে সকলের অংশ গ্রহণে আনন্দমুখর পরিবেশে টুঙ্গিপাড়ার পাঁচ ইউনিয়ন ও কোটালী পাড়ার ১১ টি ইউনিয়ন এর আওয়ামী লীগের কাউন্সিল সম্পন্ন হয়েছে৷ গণতান্ত্রিক ধারায় প্রতিটি ইউনিয়নে নিজ নিজ এলাকায় যেভাবে কাউন্সিলে সম্পন্ন হয়েছে তা সারা দেশের জন্য অনুকরণীয়। প্রতিটি ইউনিয়নে দলমত নির্বিশেষে সকল পর্যায়ের লোকজন এ কাউন্সিলকে স্বাগত জানিয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমি আশা করি, সারা দেশের আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের কাউন্সিল কোটালী পাড়া ও টুঙ্গিপাড়াকে দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করবে।

প্রতিমন্ত্রী শহিদ বুদ্ধিজীবী দিবসে যারা শাহাদাত বরন করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন।

প্রতিমন্ত্রী মহান বিজয় দিবসের প্রাক্কালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের সকল শহীদ, জাতির শ্রেষ্ঠ সন্তান অসংখ্য বীর মুক্তিযোদ্ধা, সম্ভ্রম হারানো মা-বোনদের অতুলনীয় অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশের সুপ্রীম কোর্টের এডভোকেট রাশিদা পারভীন , জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান।

প্রচার ও প্রকাশনা সম্পাদক বদরুল আলম বদর, কোটালীপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির প্রমুখ।

সভায় কোটালীপাড়া উপজেলার এগারোটি ইউনিয়নের নব- নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক দের অনুষ্ঠানে পরিচয় করিয়ে দেয়া হয়। সভায় কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মত বিনিময় সভায় অংশ গ্রহন করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ