আওয়ার ইসলাম: ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা মোঃ আবদুল লতিফ নেজামী বলেছেন, রাজনীতি ধর্ম, শিক্ষা, সমাজ, সকল ক্ষেত্রেই মুফতি দ্বীন মুহাম্মদ খাঁন রহ.র বৈশিষ্ট ফুটে উঠতো । ঢকা মহানগরের সাধারণ সম্পাদক হিসেবে তিনি নেজামে ইসলাম পার্টির মাধ্যমে এদেশে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের জন্যে অক্লান্ত পরিশ্রম করে গেছেন।
মাওলানা নেজামী বলেন, তাঁর আত্মবিশ্বাস ও আদর্শের জন্যে ত্যাগ স্বীকারের মানসিকতা এবং তাঁর অনুসৃত নীতি, আদর্শ ও কর্মপন্থা আমাদের জীবনে অনুসরণীয়। মুফতি দ্বীন মোহাম্মদের অমর স্মৃতির প্রতি সত্যিকারের শ্রদ্ধা নিবেদনের একমাত্র উপায়---তাঁর আদর্শের অনুসারী হওয়া। তাঁর সততা, আত্মবিশ্বাস কর্তব্যনিষ্ঠা ও অধ্যবসায়ের আদর্শে অনুপ্রাণীত হওয়া। তিনি যে ইসলাম প্রতিষ্ঠার জন্যে কাজ করে গেছেন, তা নব প্রজন্মের কাছে তুলে ধরা।
সোমবার বাদ মাগরিব মাওলানা আতহার আলী রহ. মিলনায়তনে মুফতি দ্বীন মুহাম্মদ খাঁনের ৪৫তম ইনতেকাল দিবস উপলক্ষে নেজামে ইসলাম পার্টি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিকের ওপর আলোকপাত করে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মাওলানা আবদুর রশিদ মজুমদার, অধ্যাপক এহতেশাম সারোয়ার, , ,মুফতি এএনএম জিয়াউল হক মজুমদার, মাওলানা শেখ লোকমান হোসেন, মাওলানা একেএম আশরাফুল হক, মাওলানা ওবায়দুল হক, মাওলানা মাহবুব উল্লাহ, মোঃ রবিউল ইসলাম মজুমদার, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আবদুল বাতেন, সাংবাদিক কামালপাশা দোজা ও মাওলানা নুরুজ্জামান প্রমূখ।
মাওলানা নেজামী বলেন, মুফতি দ্বীন মুহুম্মদ খাঁনের সূচিত আন্দোলন এদেশের ইসলামী দল, সংগঠন ও ব্যক্তিত্বকে চালিত করবে ঐক্যের পথে; অন্তরে শক্তি সঞ্চার করবে ইসলাম প্রতিষ্ঠার প্রচেস্টায়। তাঁর অনুসৃত ঐক্যের পথ অব্যাহত রাখতে পারলে নিজস্ব তাহযিব-তমদ্দুন এবং ঈমান-আক্বিদা বজায় রেখে ইসলামী জীবনধারার পথে অগ্রসর হওযার সুযোগ পাওয়া যাবে। তাঁর অবদানের কথা তৌহিদী জনতা চিরদিনই শ্রদ্ধার সাথে স্মরণ করবেন।
আরএম/