আওয়ার ইসলাম: বেসরকারী টেলিভিশন চ্যানেল যমুনা টিভিতে প্রখ্যাত হাদীস বিশারদ শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. কে জঙ্গিনেতা হিসেবে প্রচার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।
বুধবার আল্লামা মুফতি মুহাম্মদ ওয়াক্কাস সাহেবের সভাপতিত্বে বেফাকের মজলিসে খাস-এর জরুরী বৈঠকে নেতৃবৃন্দ-এ প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দ বলেন, শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. গণমানুষের কাছে শ্রদ্ধাপূর্ণ ও সম্মানিত একটি নাম। তিনি ছিলেন এ দেশের ইসলামী শিক্ষা ও রাজনীতির একজন অবিসংবাদিত নেতা। আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামীলীগ শায়খুল হাদীসের সাথেই পাঁচ দফার চুক্তি করেছিলেন। সখ্যতা গড়ে তুলেছিলেন। এরকম একজন কিংবদন্তি শীর্ষস্থানীয় আলেম নেতা মরহুম হওয়ার পরও হলুদ মিডিয়ার চরম মিথ্যাচার থেকে রেহাই পেলেন না!
তারা বলেন, সর্বজন শ্রদ্ধেয় শায়খুল হাদীসকে জঙ্গিনেতা আখ্যা দিয়ে মিথ্যা বিভ্রান্তিকর প্রতিবেদন প্রচারের জন্য যমুনা টিভিকে অবশ্যই নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। মনে রাখতে হবে তাদের মিথ্যা, বিভ্রান্তিকর প্রতিবেদন দেশের বিদ্যমান গণমাধ্যম আইন ও সম্প্রচার নীতিমালা সহ, প্রচলিত ফৌজদারি আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তিযোগ্য অপরাধ।
তারা আরও বলেন, আমরা মনে করি, যমুনা টিভি এদেশের আলেম-ওলামাদের বিরুদ্ধে এহেন মিথ্যা, অপমানজনক, মানহানিকর, বিভ্রান্তিকর তথ্য ও প্রতিবেদন প্রকাশ করা থেকে বিরত থাকবে।
বৈঠকে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বেফাক মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস, বেফাকের সহ-সভাপতি মাওলানা আব্দুল হামিদ, মাওলানা আব্দুল হক মোমেনশাহী, মাওলানা নূরুল ইসলাম খিলগাঁও, মাওলানা সাজেদুর রহমান, মাওলানা ছফিউল্লাহ, মুফতী ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মাওলানাবাহাউদ্দিন যাকারিয়া, সহকারি মহাসচিব মুফতী মাহফুজুল হক ও মাওলানা মুনিরুজ্জামান প্রমুখ।
আরএম/