আওয়ার ইসলাম: রাজধানীর ফকিরাপুলে অবস্থিত ‘রহমানিয়া আবাসিক হোটেল’ থেকে গিয়াস (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে হোটেল কর্তৃপক্ষের সহায়তায় দ্বিতীয় তলার ২০৫ নম্বর কক্ষের দরজা ভেঙে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে মতিঝিল থানা পুলিশ।
নিহতের স্বজনদের বরাতে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আরাফাত জানান, নিহত গিয়াস চট্টগ্রামের রাউজান এলাকার নূর ইসলামের ছেলে। তিনি ঢাকা-চট্টগ্রাম রোডের কাভার্ডভ্যানের হেলপার ছিলেন। গত ১ ডিসেম্বর তিনি ওই হোটেলে ওঠেন। সকালে হোটেল স্টাফরা বিভিন্ন কক্ষে খোঁজখবর নেন।
এসময় হোটেলের দ্বিতীয় তলার ২০৫ নম্বর কক্ষে গেলে ভেতর থেকে কোনো সাড়া-শব্দ মিলছে না। পরে খবর দিলে পুলিশ গিয়ে হোটেল কর্তৃপক্ষের সহায়তায় দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
তার মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
-এএ