শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক শহীদ হাদির নাম এখন আর বাংলাদেশের সীমানায় সীমাবদ্ধ নয়: নৌ উপদেষ্টা মুফতি আমির হামজার আয় কত, জানা গেল হলফনামায় এই দেশ সব ধর্মের মানুষের: ধর্ম উপদেষ্টা ৪ ডিগ্রিতে নামতে পারে দেশের তাপমাত্রা

মাওলানা আবদুল জব্বার রহ.-কে নিয়ে স্মারক প্রকাশের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার জাহানাবাদী রহ.-এর ‘জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা এবং দোয়া মাহফিল হয়েছে।

মাওলানা শেখ আবদুল জব্বার জাহানাবাদী রহ. ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার (২ ডিসেম্বর) ঢাকার কাজলা ভাঙ্গাপ্রেসের দারুল ফোরকান মাদরাসা মিলনায়তনে বাদ আসর এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

মাওলানা কবির আহমদ আড়াইহাজারীর সভাপতিত্বে ও মাওলানা ওয়াহিদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, বেফাকের সহ সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস।

এ স্মরণসভা থেকে মাওলানা শেখ মুহাম্মদ আবদুল জব্বার জাহানাবাদী রহ. এর ‘জীবন ও কর্মের উপর স্মারকগ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়। এ উপলক্ষ্যে সাত সদস্যের একটি কমিটিও গঠন করা হয়।

অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীকে কমিটির আহ্বায়ক ও মুফতি মুহাম্মদ তৈয়ব হোসাইনকে সদস্য সচিব নির্বাচন করা হয়। এছাড়াও কমিটিতে মাওলানা কবির আহমদ আড়াইহাজারী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা এ কে এম আশরাফুল হক, মাওলানা আহসান হাবীব সদস্য হিসেবে থাকবেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, বেফক মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী।

সভায় আলোচনা করেন- মুফতি মুহাম্মদ তৈয়ব হোসাইন, মাওলানা আতাউর রহমান আতেকী, মুফতি হেলাল উদ্দিন হাবিবী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা সানাউল্লাহ ফিরুজী, মাওলানা এ কে এম আশরাফুল হক, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা আহসান হাবীব।

-এএ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ