বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দলের স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্ম উপদেষ্টা জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’

মাওলানা আবদুল জব্বার রহ.-কে নিয়ে স্মারক প্রকাশের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার জাহানাবাদী রহ.-এর ‘জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা এবং দোয়া মাহফিল হয়েছে।

মাওলানা শেখ আবদুল জব্বার জাহানাবাদী রহ. ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার (২ ডিসেম্বর) ঢাকার কাজলা ভাঙ্গাপ্রেসের দারুল ফোরকান মাদরাসা মিলনায়তনে বাদ আসর এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

মাওলানা কবির আহমদ আড়াইহাজারীর সভাপতিত্বে ও মাওলানা ওয়াহিদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, বেফাকের সহ সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস।

এ স্মরণসভা থেকে মাওলানা শেখ মুহাম্মদ আবদুল জব্বার জাহানাবাদী রহ. এর ‘জীবন ও কর্মের উপর স্মারকগ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়। এ উপলক্ষ্যে সাত সদস্যের একটি কমিটিও গঠন করা হয়।

অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীকে কমিটির আহ্বায়ক ও মুফতি মুহাম্মদ তৈয়ব হোসাইনকে সদস্য সচিব নির্বাচন করা হয়। এছাড়াও কমিটিতে মাওলানা কবির আহমদ আড়াইহাজারী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা এ কে এম আশরাফুল হক, মাওলানা আহসান হাবীব সদস্য হিসেবে থাকবেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, বেফক মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী।

সভায় আলোচনা করেন- মুফতি মুহাম্মদ তৈয়ব হোসাইন, মাওলানা আতাউর রহমান আতেকী, মুফতি হেলাল উদ্দিন হাবিবী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা সানাউল্লাহ ফিরুজী, মাওলানা এ কে এম আশরাফুল হক, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা আহসান হাবীব।

-এএ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ