শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক শহীদ হাদির নাম এখন আর বাংলাদেশের সীমানায় সীমাবদ্ধ নয়: নৌ উপদেষ্টা মুফতি আমির হামজার আয় কত, জানা গেল হলফনামায় এই দেশ সব ধর্মের মানুষের: ধর্ম উপদেষ্টা ৪ ডিগ্রিতে নামতে পারে দেশের তাপমাত্রা

ডিএমপির আট থানার ওসিসহ ১৮ জনকে বদলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আট থানার ওসিসহ ১৮ জন পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে।

আজ সোমবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

আদেশে ধানমণ্ডি থানার ওসি মো. আব্দুল লতিফকে মোহাম্মদপুর থানার ওসি, কাউন্টার টেরোরিজম বিভাগের পুলিশ পরিদর্শক মো. হুমায়ুন কবিরকে ধানমণ্ডি থানার ওসি, বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ নূরে আযম মিয়াকে বনানী থানার ওসি, বনানী থানার ওসি বি. এম. ফরমান আলীকে বিমানবন্দর থানার ওসি।

গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স. ম. কাইয়ুমকে নিউমার্কেট থানার ওসি, কদমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তোফায়েল আহমেদকে দারুস সালাম থানার ওসি, কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মওদুত হাওলাদারকে চকবাজার থানার ওসি, তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. পারভেজ ইসলামকে বাড্ডা থানার ওসি হিসেবে বদলি করা হয়।

এ ছাড়া একই আদেশে, নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমানকে গোয়েন্দা-পশ্চিম বিভাগে, মোহাম্মদপুর থানার ওসি গণেশ গোপাল বিশ্বাসকে প্রসিকিউশন বিভাগে, দারুস সালাম থানার ওসি মো. আসলাম উদ্দিনকে ডিএমপি সদর দফতরের অপারেশন বিভাগে, চকবাজার থানার ওসি মো. সোহরাব হোসেনকে কাউন্টার টেরোরিজম বিভাগে।

বাড্ডা থানার ওসি মো. রফিকুল ইসলামকে অর্গানাইজড অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে, মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ শরীফুল ইসলামকে লজিস্টিকস বিভাগে, দক্ষিণখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল গনি সাবুকে ডিএমপি সদর দফতরের অপারেশন বিভাগে, লাইনওআরে কর্মরত পুলিশ পরিদর্শক শাহ আলমকে মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন)।

লাইনওআরে কর্মরত পুলিশ পরিদর্শক সামছুল আলমকে ডিএমপি সদর দফতরের অপরাধ বিভাগ ও লাইনওআরে কর্মরত পুলিশ পরিদর্শক এইচ এম কামাল হোসেনকে ডিএমপি সদর দফতর ও প্রশাসন বিভাগে বদলি করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ