শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭


সোনার বাংলা ট্রেনের বগিতে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের 'চ' বগিতে এসির কানেকশন থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে কমলাপুর রেলস্টেশন থেকে সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় এই আগুন লাগার ঘটনা ঘটে।

জানা যায়, সোনার বাংলা এক্সপ্রেসের এসি চেয়ার কোচের 'চ' বগিতে এই ঘটনা ঘটে। এই বগির এসির কানেকশনে সমস্যা হওয়ার কারণে এ ঘটনা ঘটে। এসির কানেকশন বন্ধ করে দেয়ার সাথে সাথে আগুন নিয়ন্ত্রণে আসে।

এই ট্রেনে থাকা এক যাত্রী জানায়, ট্রেন ছাড়ার মুহূর্তে হঠাৎ বগিতে ধোঁয়া ও আগুন দেখার সাথে সাথে তারা ভয় পেয়ে যান। পরে তারা ৯৯৯ নাম্বারে ফোন করে বিষয়টি জানানোর পরে ট্রেনের দায়িত্বরত কর্মকর্তারা এসে বিষয়টি নিয়ন্ত্রণে এনে ট্রেন চলাচল স্বাভাবিক করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ