শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭


বিশ্বের সর্বাধিক ‘রাষ্ট্রহীন’ মানুষের আশ্রয়দাতা বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সর্বাধিক রাষ্ট্রহীন মানুষদের আশ্রয়দানকারী দেশগুলোর মধ্যে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বুধবার জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) একটি প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এই মুহূর্তে বাংলাদেশে রাষ্ট্রহীন মানুষের সংখ্যা নয় লাখ ৬ হাজার। যা সমগ্র বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। এরপরেই রয়েছে আইভরি কোস্ট এবং মিয়ানমার। দেশ দুটিতে রয়েছে যথাক্রমে ছয় লাখ ৯২ হাজার এবং ছয় লাখ ২০ হাজার রাষ্ট্রহীন মানুষ।

বাংলাদেশে আশ্রয় গ্রহণ করা মানুষগুলো মূলত মিয়ানমার থেকে আসা সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা গোষ্ঠী। মিয়ানমার সেনাবাহিনীর দ্বারা নির্মম নির্যাতনের শিকার হয়ে তারা এদেশে পালিয়ে এসেছে।

আইওএমর প্রকাশিত প্রতিবেদনটিতে দেখা যাচ্ছে, বর্তমানে সমগ্র বিশ্বে রাষ্ট্রহীন মানুষের সংখ্যা ত্রিশ লাখ ৯০ হাজার। এর মধ্যে শুধুমাত্র বাংলাদেশেই রয়েছে বিশ্বের এক চতুর্থাংশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ