শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭


বিএনপি নেতা মোশাররফসহ গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খালেদা জিয়ার মুক্তির দাবিতে হাইকোর্টের সামনে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় সন্দেহভাজন হিসাবে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনসহ দলটির তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত অন্য দুজন হলেন তাঁতী দলের যুগ্ম-আহ্বায়ক ফিরোজ কিবরিয়া ও চরফ্যাশন উপজেলার আহমদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন।

গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শাহবাগ থানার ওসি আবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, গ্রেপ্তারকৃত তিনজন দলবল নিয়ে কোনো অরাজকতা ঘটাতে পারে। সে জন্য তাদের আটক করা হয়। পরে তাদের সম্প্রতি শাহবাগ থানায় দায়ের করা এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিকে তিন নেতাকে গ্রেপ্তারের ঘটনায় গতকাল বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উল্লেখ্য, গত মঙ্গলবার হাইকোর্টের সামনের খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ করে বিএনপি। একপর্যায়ে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেয়া, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের অভিযোগে ১৫ থেকে ২০ জনের নাম উল্লেখ করে আরো ৫০০ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে পুলিশ শাহবাগ থানায় মামলা করে।

এই মামলায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও গত বৃহস্পতিবার ভোলার সাবেক সাংসদ ও বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ এবং যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করা হলেও কয়েক ঘণ্টা পর তারা আদালত থেকে জামিন পান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ