আওয়ার ইসলাম: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সিনিয়র সহ-সভাপতি ও জামিয়া শারঈয়্যাহ মালিবাগের প্রিন্সিপাল শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
জামিয়া মালিবাগ সূত্রে জানা গেছে, বার্থক্যজনিত বিভিন্ন রোগের কারণে প্রায় এক মাস ধরে দেশের শীর্ষ এ আলেম গুরুতর অসুস্থ হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। হঠাৎ অসুস্থতা বেড়ে যাওয়ায় শনিবার (৩০ নভেম্বর) ঢাকা-গেন্ডারিয়ায় অবস্থিত আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, বর্তমানে আল্লামা আশরাফ আলী আজগর আলী হাসপাতালে ডাক্তার নাজমুল ইসলামের অধীনে চিকিৎসাধীন আছেন। বার্থক্যজনিত বিভিন্ন রোগের সাথেসাথে নিউমোনিয়ায় আক্রান্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। শারিরীক অবস্থানর অবনতি হলে আইসিইউতে ভর্তি করা হতে পারে বলেও জানিয়েছেন তারা।
এদিকে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান ও সর্বজন শ্রদ্ধেয় মুরুব্বির আল্লামা আশরাফ আলীর সুস্থতা ও নেক হায়াতের জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
আরএম/