শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬


ইসলাম প্রতিষ্ঠিত করতে মাদরাসা টিকিয়ে রাখতে হবে: সালমান মনসুরপুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু তালহা তোফায়েল 
সিলেট থেকে

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তালিমুল কুরআন খুর্দা মর্জাতপুর মাদরাসার বার্ষিক এনামী মাহফিল শনিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হয়।

খলিফায়ে ফেদায়ে মিল্লাত আব্দুল খালিক ছাক্তারের সভাপতিত্বে এবং মাদরাসার পরিচালক মাওলানা আজমত উল্লাহ'র পরিচালনায় নসিহত করেন আল্লামা সায়্যিদ সালমান মনসুরপুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে মাদারিসে কওমিয়া। পৃথিবীর বুকে কওমি মাদরাসার বিকল্প কোনোকিছু হতে পারে না। কওমি মাদরাসা থেকে জাতির রাহবার বের হয়। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় কওমি মাদরাসার ভূমিকা অতুলনীয়। ইসলাম হচ্ছে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার একমাত্র মাধ্যম। আর এই দীন ইসলামকে পৃথিবীর বুকে টিকে রাখতে হলে কওমি মাদরাসাগুলো ঠিক থাকতে হবে।

তিনি উপস্থিত সবাইকে তাদের সন্তানদের মধ্যে একজনকে মাদরাসায় পাঠানোর নির্দেশ দিয়ে বলেন, কওমি মাদরাসায় যে সন্তানকে পাঠাবেন- ভরসা রাখতে পারেন, এই সন্তান একজন আদর্শবান ব্যক্তি হয়ে জাতির কল্যাণে এগিয়ে আসবে। তাতে আপনাদের মুখ উজ্জ্বল হবে।

এছাড়াও নসিহত করেন- দারুস সালাম লাফনাউট মাদরাসার শায়খুল হাদীস আল্লামা মাহমুদুল হাসান রায়গড়ী, সানী শায়খুল হাদীস হুসাইন আহমদ গণীকান্দী, শায়খুল হাদীস আল্লামা আব্দুস সালাম, শায়খুল হাদীস রুহুল আমিন, মুহাদ্দিস হোসাইন আহমদ খরিলী, মুহাদ্দিস আব্দুল মালিক সাতাইনী, মুহাদ্দিস এহসান উল্লাহ, মুহাদ্দিস বদরুজ্জামান।

উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মাওলানা ইজ্জত উল্লাহ, এডভোকেট মুহাম্মাদ আলী প্রমুখ।

-এএ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ