শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭


আনিসুল হককে হারানোর ক্ষতি অপূরণীয়: আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মুহা. আতিকুল ইসলাম বলেছেন, মেয়র আনিসুল হকের মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। তার মৃত্যুতে থমকে গিয়েছিল নাগরিকদের জন্য সুন্দর ঢাকা গড়ার স্বপ্নটি।

শনিবার রাজধানীর বনানী কবরস্থানে আনিসুল হকের কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

তার স্মৃতিচারণ করে আতিকুল ইসলাম বলেন, আনিস ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল সুদীর্ঘ দিনের। জীবনের বড় একটা সময় আমরা একসঙ্গে ব্যবসায়ীদের সংগঠন পরিচালনা করেছি, ব্যবসা-সংক্রান্ত চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলা করেছি।

তিনি বলেন, মনে পড়ে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের সবচেয়ে ভয়াবহ সেই রানা প্লাজা সংকটের কথা। আমি বিজিএমইএ সভাপতি হিসেবে সবসময় তাকে পাশে পেয়েছি। তাকে হারিয়ে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে।

ডিএনসিসি মেয়র বলেন, আনিস ভাই একাধারে একজন দক্ষ সংগঠক, সফল ব্যবসায়ী, মিডিয়া ব্যক্তিত্ব, সমাজসেবক ও চমৎকার মানুষ ছিলেন। তবে তিনি সবচেয়ে বেশি আলোচনায় আসেন ডিএনসিসির প্রথম নির্বাচিত মেয়র হিসেবে। তিনি নির্বাচিত হওয়ার পরই ঢাকা উত্তর সিটিসহ পুরো ঢাকাবাসী নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে। তার মৃত্যুতে সবকিছু থমকে গিয়েছিল।

তিনি ডিএনসিসির মেয়র নির্বাচিত হওয়ার পর আনিস ভাইয়ের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করাসহ আধুনিক, গতিময় ও সর্বজনীন ঢাকা গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে দাবি করেন আতিকুল ইসলাম।

তিনি বলেন, “আনিস ভাইয়ের সঙ্গে আমার স্লোগান ‘সবাই মিলে সবার ঢাকা’ একই অর্থ বহন করে।” এসময় তিনি আনিসুল হকের প্রতি শ্রদ্ধা রেখে পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ার লক্ষ্যে ডিএনসিসিকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান।

এ সময় ডিএনসিসি কাউন্সিলররা, ঊর্ধ্বতন কর্মকর্তা ও সর্বস্তরের কর্মচারীরা উপস্থিত থেকে প্রয়াত মেয়র আনিসুল হকের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ