আওয়ার ইসলাম: বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নিয়মিত গৃহিত এক প্রস্তাবে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবের সমালোচনা করে বলা হয়েছে, গ্যাসের বর্ধিত মূল্য ক্রেতা সাধারণকে বহন করতে হবে। ব্যবসা-বাণিজ্যসহ সর্বক্ষেত্রে নানামূখি নেতিবাচক প্রভাব ফেলবে। মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে। স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যসামগ্রীর উৎপাদন ব্যয় বাড়বে।
ব্যবস্থাপনার অদক্ষতায় সিস্টেম লসের নামে চুরি, ঘুষের বিনিময়ে অবৈধ লাইনসহ নানা দূর্নীতি ও অনিয়মে সৃষ্ট ঘাটতি পূরণে গ্যাস খাতে অনাকাংখিত মূল্যবৃদ্ধি করা হয় বার বার। সভায় গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের দাবি জানানো হয়।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আবদুল লতিফ নেজামীর সভাপতিত্বে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে গৃহিত প্রস্তাবে এসব কথা বলা হয়।
পেঁয়াজসহ কৃষিপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্যস্ফীতি রোধে দেশে এসব পণ্যের প্রয়োজনমাফিক সুষম উৎপাদন পরিকল্পনা গ্রহণের দাবি জানানো হয় প্রস্তাবে ।
সভায় গৃহিত সর্বশেষ প্রস্তাবে বলা হয়, এনআরসি নিয়ে উদ্বিগ্ন না হওয়ার জন্যে বাংলাদেশকে আশ্বস্থ করা স্বত্তে¡ও পশ্চিমবঙ্গ, হরিয়ানা ও মহারাষ্ট্রে সর্বসম্প্রতি অনুষ্ঠিত উপনির্বাচনে রাজনৈতিক ধাক্কা ও অর্থনীতির
ক্রমাবনতি ঠেকাতে ব্যর্থতার গ্লানিতে আচ্ছন্ন চরম হিন্দুত্ববাদী বিজেপি সরকার জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) চুড়ান্ত হওয়ার আগেই বাংলাদেশে পুশব্যাক শুরু করেছে।
সভায় পুশব্যাক রোধে সময় থাকতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্যে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মুফতি এএনএম জিয়াউল হক মজুমদার, মহাসচিব মুফতি আবদুল কাইয়ূম, যুগ্ম-মহাসচিব মাওলানা শেখ লোকমান হোসেন ও মাওলানা ওবায়দুল হক, প্রচার সচিব মাওলানা মিজানুর রহমান, ধর্ম-বিষয়ক সচিব মাওলানা আবদুল বাতেন, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মুজাম্মেল হক, ইসলামী বুদ্ধিজীবী সমাজের আহ্বায়ক সাংবাদিক কামালপাশা বাদশাহ মন্ডল দোজা এবং ইসলামী ছাত্র সমাজের সভাপতি মোঃ নুরুজ্জামান প্রমূখ।
আরএম/