আওয়ার ইসলাম: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার ডিএমপি কমিশনার মুহা. শফিকুল ইসলাম বিপিএম (বার) স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।
ডিএমপির গোয়েন্দা দক্ষিণ বিভাগের দায়িত্বে থাকা উপপুলিশ কমিশনার মুহা. জামিল হাসান পিপিএমকে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া ডিএমপি কমিশনার স্বাক্ষরিত অন্য একটি আদেশে গোয়েন্দা দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মুহা. রাজীব আল মাসুদকে (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপপুলিশ কমিশনার (গোয়েন্দা-দক্ষিণ) এর দায়িত্ব প্রদান করা হয়েছে।
-এএ