শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭


শুদ্ধি অভিযানে সহযোগিতা করবে যুবলীগ: নিখিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুবলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, যুবলীগের হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করবে নতুন কমিটি। চলমান শুদ্ধি অভিযানে নতুন কমিটি সর্বাত্মক সহযোগিতা করবে।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরিনা গ্রামের বাড়িতে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিখিল বলেন, মাদকের ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না। যুবলীগের কেউ মাদকের সঙ্গে যুক্ত প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে। বিশেষ করে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজদের ঠাঁই যুবলীগে হবে না।

নিখিল আরও বলেন, রাজনীতি হচ্ছে মানুষের সেবা করা। যে নেতৃত্ব মানুষের ওপর জুলুম করে, সে রাজনীতি আমার নেত্রী করে না, আমিও করি না। কোনো কারণে আমি যেন পথভ্রষ্ট না হই সেই জন্য সকালের কাছে দোয়া চাই।

যুবলীগের নতুন কমিটিতে শেখ ফজলে শামস পরশকে সভাপতি ও মাইনুল হোসেন খান নিখিলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এ সভার আয়োজন করা হয়। একইসঙ্গে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ