শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭


শমী কায়সারের মামলার তদন্ত করবে পিবিআই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে করা মানহানি মামলাটি অধিকতর তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।

সোমবার (২৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান এ নির্দেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পেশকার মুহাম্মদ রাকিব।

এর আগে গত ২৪ অক্টোবর অভিযোগের সত্যতা পায়নি মর্মে চূড়ান্ত প্রতিবেদন দেন মামলাটির তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব রহমান। ওই প্রতিবেদনের ওপর মামলার বাদী নুজহাতুল হাসান নারাজির আবেদন করলে শুনানি শেষে আজ সোমবার পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়া হয়।

প্রসঙ্গত, চলতি বছরের গত ২৪ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে শমী কায়সারের দুটি স্মার্টফোন খোয়া যায়। তবে ফোন দুটিতে কল দিয়ে তখনও সচল পাচ্ছিলেন তিনি। শমী কায়সারের এমন মন্তব্যের সঙ্গে সঙ্গেই মিলনায়তনের মূল প্রবেশদ্বার বন্ধ করে দেয়া হয়। এ সময় তার নিরাপত্তাকর্মী সবার দেহ তল্লাশি করতে চাইলে তাতে সম্মতি জানান উপস্থিত সংবাদকর্মীরা।

এরপর তল্লাশির সময় অনেকে বের হতে চাইলে শমী কায়সার সাংবাদিকদের ‘চোর’ বলে ওঠেন। এতে উত্তেজিত হয়ে ওঠেন পেশাগত দায়িত্ব পালন করতে আসা সাংবাদিকরা। এ ঘটনায় অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে বাকবিতণ্ডাও হয় সাংবাদিকদের।

পরে সাংবাদিকদের ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, অনুষ্ঠানে কেক নিয়ে আসা লাইটিংয়ের এক কর্মী স্মার্টফোন দুটি নিয়ে গেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ