শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭


মানুষের ক্ষুধা নিয়ে রাজনীতি করবেন না: নাসিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে এখনও গণতন্ত্র আছে বলেই বিরোধী দল সংসদে এবং মাঠে ময়দানে কথা বলতে পারছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির সূচনা বক্তব্যে এ সব কথা বলেন।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, মানুষের ক্ষুধা নিয়ে রাজনীতি করবেন না। যে কোন আন্দোলনে গণতান্ত্রিক পথে থাকুন, মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, দ্রব্যমূল্য নিয়েও রাজনীতি করবেন না। নোংরা রাজনীতি পরিহার করে সরকারকে সহযোগিতা করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, সরকার সহনশীল আচরণে বিশ্বাস করে, কিন্তু কোনভাবেই জনগণকে জিম্মি করে কোন আন্দোলন সমর্থন করা যায় না।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের যে গতি সৃষ্টি হয়েছে, তা দক্ষিণ এশিয়ার একটি উৎকৃষ্ট উদাহরণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ বছর মেয়াদী যে প্রকল্প গ্রহণ করেছিলেন তা শেষ পর্যায়ে। আরো ২০ বছর মেয়াদী প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ সব প্রকল্প উপজেলা পর্যায়ে বাস্তবায়ন হবে। এ জন্য এখন থেকে প্রস্তুতি রাখতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ