শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭


জলদস্যুদের মৃত্যুদণ্ডের বিধান রেখে করা খসড়া বিলের অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সমুদ্রে ডাকাতি ও সহিংসতার সময়ে মানুষ হত্যার ঘটনায় জলদস্যুদের মৃত্যুদণ্ডের বিধান রেখে করা খসড়া বিলের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার ‘বাংলাদেশ মেরিটাইম অঞ্চল বিল ২০১৯’ শীর্ষক এই খসড়ার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সচিব বলেন, ‘আন্তর্জাতিক নিয়মের সাথে সামঞ্জস্য রেখে মন্ত্রিসভার অনুমোদনের জন্য বিলটি নিয়ে আসে পররাষ্ট্র মন্ত্রণালয়।’

বিলটি পাস হলে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত ‘একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল’ এবং ৩৫০ নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপানে সমুদ্র সম্পদের ওপর বাংলাদেশের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠিত হবে, বলেন তিনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ