আওয়ার ইসলাম: ব্রিটেনের এক নাগরিককে ফেসবুকে ইসলাম বিদ্বেষী ভিডিও প্রকাশের দায়ে কারাদণ্ড দণ্ডিত করা হয়েছে বলে জানা গেছে।
২২ বছরের “লুইস রায়ান ডুস্কবারী” সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছে এবং সেখানে মুসলমানদের বিরুদ্ধে রুখে দাড়াতে সকলকে সশস্ত্র হতে বলেছেন তিনি।
ইংল্যান্ডের এ নাগরিক ভিডিওতে মুসলমানদের ব্যাপারে অপমানমূলক কথা বলেছে এবং পৃথিবী থেকে মুসলমানদের ধ্বংস করার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছে।
ইংল্যান্ডের স্টিপেন গ্রেটিজ আদালতের সরকারী কৌসুলী বলেছেন উর্ক সেন্ট জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি সামাজিক মিডিয়ায় এই ভিডিওটি দেখে এবং তাকে এ ব্যাপারে অবগত করে।
লুইস রায়ান ডুস্কবারী আদালতে নিজেকে নির্দোষ দেখানোর জন্য বলেছে বাক-স্বাধীনতার অধিকারে ২০১৭ সালে এই ভিডিওটি প্রকাশ করেছে।
চরমপন্থি এবং সন্ত্রাসীদের উদ্দেশ্য করে এই ভিডিওটি প্রকাশ করা হয়েছে। সকল মুসলমানদের উদ্দেশ্য করে সে এই ভিডিও প্রকাশ করেনি।
লুইস রায়ান ডুস্কবারীর উকিল আদালতে তার জামিনের জন্য আবেদন করলে আদালত তাকে ২৯ নভেম্বর পর্যন্ত জামিন দিয়েছে। ইকনা
-এটি