শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭


সরকার কি খালেদা জিয়াকে কারাগারেই মেরে ফেলবে?:মির্জা আব্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, খালেদা জিয়া কি অবস্থায় আছেন, কেমন আছেন, তা কোনোভাবেই জানা যাচ্ছে না। সরকার তার অসুস্থতা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করছে।

আজ বুধবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আশঙ্কা প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, মাঝেমধ্যে নেত্রীর জন্য গৃহপালিত মেডিকেল বোর্ড গঠন করে সরকার। সে বোর্ড থেকে ভয়ংকর সব কথাবার্তা বলা হয়। তারা বলে, অবস্থা ভালো, তবে জীবন-মৃত্যুর মালিক আল্লাহ।

‘এ ধরনের কথা বলে ওনারা কি বোঝাতে চায়? সরকার কি বেগম খালেদা জিয়াকে কারাগারের ভেতরেই মেরে ফেলবে?’ বলে প্রশ্ন করেন তিনি।

দলটির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারনে দেশনেত্রী কারাগারে। দলের কাণ্ডারি তারেক রহমান দেশে আসতে পারছেন না। তবুও বিএনপিতে যোগ্য নেতার অভাব নেই।

এসময় আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে তিনি বলেন, তারেক রহমান বিদেশ থেকে দল পরিচালনা করেন। এটা তাদের (আওয়ামী লীগ) সহ্য হয় না।

তারা বলে, বিএনপি তারেক রহমান ছাড়া চলতে পারে না। আওয়ামী লীগ সম্ভবত ভুলে গেছে, তারেক রহমান দলের ভাইস চেয়ারম্যান। ওনার কথামতো সবকিছু চলবে এটাই স্বাভাবিক।

যুবদল নেতাকর্মীদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ৯০ এর দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল যুবদল। দেশকে অপশক্তির হাত থেকে মুক্ত রাখার জন্য সে ঐতিহ্য আবার ফিরিয়ে আনতে হবে।

দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ আরো অনেকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ