আওয়ার ইসলাম: রাজধানীর হাজারীবাগ এলাকায় র্যাবের টহল দলের সঙ্গে গুলি বিনিময়ে নাদিম বাহাদুর (৩৮) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
র্যাব সদর দফতরের সিনিয়র এএসপি মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নাদিম বাহাদুর স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে।
ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
-এএ