শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছে পরিবহন শ্রমিকরা। এতে যাত্রীবাহী বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

বুধবার সকাল ৭টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে যাত্রীসহ অভ্যন্তরীণ রুটে চলাচলরত সাধারণ মানুষ।

নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের (টিআই, প্রশাসন) মোল্লা তাসলিম বলেন, আজ সকাল ৭টা থেকে শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

এ বিষয়ে ঠিকানা বাসের চালক দেলোয়ার হোসেন ও প্রাইভেটকারচালক নাজমুল হাসান বলেন, আমাদের ওপরে যে আইনটি চাপিয়ে দেয়া হয়েছে তা সম্পূর্ণ অযৌক্তিক। আমরা এই আইন মানি না।

ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার রবিউল ইসলাম বলেন, ঢাকার অংশে যানবাহন প্রবেশ ও এখান থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। আমরা তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

এর আগে উদ্ভূত পরিস্থিতিতে রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলীসহ পরিষদের তিন নেতার সঙ্গে বৈঠক করেন। তবে সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ