শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭


খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ২৩ নভেম্বর ঢাকাসহ সারাদেশে জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। সেদিন ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ২টায় এই প্রতিবাদ সমাবেশ হবে।

আজ মঙ্গলবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০ নভেম্বর (বুধবার) ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয়গুলোতে তার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ঢাকায় আগামী ২১ নভেম্বর (বৃহস্পতিবার) নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বেলা ১১টায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, খালেদা জিয়াকে মামলা দেয়া এটা সম্পূর্ণভাবে সরকারের গভীর চক্রান্ত। আমরা এর আগেও বলেছি এখানে প্রতি হিংসা কাজ করছে এবং জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার সকল নীলনকশার অংশ খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা।

বিএনপির মুখপাত্র বলেন, খালেদা জিয়া বিনা দোষে আজকে কারাবন্দী করা হয়েছে। বার বার তার চিকিৎসকরা বলেছেন, আমরা যতোটুকু খবর পাচ্ছি প্রতিদিন তার অসুস্থতা গভীর থেকে গভীরতর হচ্ছে কিন্তু সরকার এতে কান দিচ্ছে না। এখন এটা সুস্পষ্ট যে দেশনেত্রী নিঃশেষ হয়ে যাক তাহলে তাদের একদলীয় কর্তৃত্ববাদী শাসনের অব্যাহত থাকবে।

তার সুচিকিৎসায় প্রতিবন্ধকতা করা হচ্ছে এ অভিযোগ করে রিজভী বলেন, তার ন্যায্য প্রাপ্য জামিনে বাধা দেয়া হচ্ছে। তার স্বাস্থ্য নিয়ে অসত্য সংবাদ পরিবেশন করতে বাধ্য করা হচ্ছে। এটা এক ভয়াবহ এবং সুদূরপ্রসারী চক্রান্ত।

খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মিথ্যাচার অপপ্রচার ও কুৎসা রটনা না করে তাকে আজই মুক্তি দেয়ার আহ্বান জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ