শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭


বাণিজ্য মন্ত্রণালয় অভিমুখে গণমিছিল সফলের আহ্বান মুফতি ফয়জুল করীমের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। কোথাও শান্তি নেই, নিরাপত্তা নেই। জান-মাল, ইজ্জত-আব্রুর নিরাপত্তা নেই। জনজীবনের নিশ্চয়তা নেই। জনগণের চেয়ে দলীয় নেতাকর্মীদের অগ্রাধিকার। সাধারণ মানুষের অধিকার সর্বক্ষেত্রে ভুলুন্ঠিত।

সোমবার বিকেলে জামালপুর জেলা মেলান্দ উপজেলার জামিয়া হুছাইনিয়া আরাবিয়া মাদরাসা মিলনায়তনে ছাত্র-শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পেঁয়াজ নিয়ে সরকারী দলের লোকজন সিন্ডিকেট করছে। এই সিন্ডিকেটের কাছে দেশের ১৭ কোটি মানুষ বড়ই অসহায়। সরকার সিন্ডিকেট ভাঙ্গতে পারেনি। চাল, ডাল, শিশুর খাবারসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের উর্ধ্বগতি জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। অপরদিকে দেশের অভিভাবক মন্ত্রীদের বক্তব্য জনগণকে বিস্মিত করেছে।

ফয়জুল করীম বলেন, নাগরিক জীবনে ইসলাম না থাকায় মানুষ যে কত সমস্যায় জর্জরিত তা বলে শেষ করা যাবে না। মানুষের জীবনের চেয়ে একটি জানোয়ারের জীবনেরও মূল্য অনেক বেশি। অথচ ইসলামী শাসনামলে হযরত ওমর রা. বলেছিলেন, আমার শাসনামলে যদি শুধু মানুষ নয়, বনের একটি পশুও না খেয়ে কিংবা অধিকার বঞ্চিত হয়ে মারা গেলে আমি ওমর আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে।

‘আজ আশরাফুল মাখলুকাত মানুষকে অত্যন্ত নির্মমতার শিকার হতে হচ্ছে। মানুষের মৌলিক অধিকার বলতে নেই। মানুষ মত প্রকাশ করতে পারছে না’।

তিনি বলেন, সেই সোনালী যুগকে ফিরিয়ে আনতে হলে ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে ১৯ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয় অভিমুখে গণমিছিল কর্মসূচি সফলের আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ