আওয়ার ইসলাম: কর্নেল (অব.) অলি আহমদের লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) ভাঙন দেখা দিয়েছে।
দলটির সাতজন সদস্য একই নামে আলাদা একটি দল গঠন করে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।
আজ সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
নতুন এলডিপির কমিটিতে আব্দুল করিম আব্বাসীকে আহ্বায়ক এবং শাহাদাত হোসেন সেলিমকে সদস্য সচিব ঘোষণা করা হয়েছে।
এ কমিটির অন্য সদস্যরা হলেন আব্দুল গণি, এম আবুল বাসার, সৈয়দ ইব্রাহিম রওনক, তৌহিদুল আনোয়ার ও কাজী মতিউর রহমান। তারা সবাই কর্নেল অলির এলডিপির নেতা বলে জানা গেছে।
এর আগে গত ৯ নভেম্বর রাতে অলি আহমদকে সভাপতি ও রেদোয়ান আহমেদকে মহাসচিব করে এলডিপির নতুন কমিটি গঠন করা হয়। এ কমিটি থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইব্রাহিম রওনক, তৌহিদুল আনোয়ার বাদ পড়েন।
গত ২৬ জুন এলডিপির প্রেসিডিয়াম সদস্য আবদুল করিম আব্বাসী পদত্যাগ করেন। দলটির আরেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল গণি, সাংগঠনিক সম্পাদক এম আবুল বাসার ও দফতর সম্পাদক কাজী মতিউর রহমান এলডিপি থেকে বেরিয়ে এসেছেন।
-এটি