আওয়ার ইসলাম: জাতীয় তাফসীর পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম বলেছেন, ঐতিহাসিক বাবরি মসজিদ রক্ষায় বিশ্বমুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহর ঘর মসজিদ ভেঙ্গে মন্দির বানানো হবে তা হতে দেয়া হবে না। আল্লাহর ঘরে মানুষ সিজদা করে, মন্দির হলে সেখানে উলুধ্বনি হবে, ঘন্টা বাজবে এটা হতে পারে না। মুসলমানরা জীবন ও রক্ত দিয়ে হলেও আল্লাহর ঘর রক্ষা করবে।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা তিনি বলেন।
বিবৃতিতে আহমদ আব্দুল কাইয়ূম বলেন, প্রকাশ্যে যারা বাবরি মসজিদ ভেঙ্গে ছিল আদালত তাদের শাস্তির বিধান কার্যকর না করায় ভারতের আদালত তার গ্রহণ যোগ্যতা হারিয়েছে। বিশ্ব মুসলিম এটা সহজভাবে নেবে না।
তিনি আরও বলেন, বাবরি মসজিদের জায়গা নিয়ে বিতর্ক ছিল, ভারতের অনেক হিন্দু বিচারপতিও তা স্বীকার করেন, এটা গুন্ডামী করে ভাঙ্গা হয়েছে, এটা বাবরি মসজিদেরই জায়গা। চরম বিতর্কিত ও কট্টরপন্থী বর্তমান বিজেপি নেতাদের উপস্থিতিতেই সে বছর ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙ্গে গুড়িয়ে দেয় চরমপন্থী সন্ত্রাসি হিন্দুরা।
-এএ