আওয়ার ইসলাম: দেশের চাহিদা মেটাতে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পেঁয়াজের সমস্যা যাতে না থাকে তাই কার্গো ভাড়া করে আমরা এখন পেঁয়াজ আনা শুরু করেছি। এখন পেঁয়াজ বিমানে উঠে গেছে। কাজেই আর চিন্তা নাই। আগামীকাল, পরশুর মধ্যে পেঁয়াজ এসে পৌঁছাবে।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে চক্রান্তের সঙ্গে কেউ জড়িত আছে কি না সেটা দেখা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য মানুষকে সুন্দর জীবন দেয়া। মানুষ যখন ভালো থাকে তখন একটা শ্রেণি আছে, তারা মনঃকষ্টে ভোগে। অসুস্থতায় ভোগে। তাদের এ রোগ কিভাবে সারানো যায় এটা জনগণই বিচার করবে।
শেখ হাসিনা বলেন, আজকে আমরা জানি এখন পেঁয়াজ নিয়ে একটা সমস্যা আছে। সব দেশেই পেঁয়াজের দাম বেড়েছে। কিন্তু আমাদের দেশে কেন, কি কারণে অস্বাভাবিকভাবে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে জানি না।
তিনি আরও বলেন, স্বাভাবিকভাবে আবহাওয়ার কারণে অনেক সময় পণ্যের উৎপাদন বাড়ে বা কমে। আর পেঁয়াজটা বেশিদিন রাখা যায় না। কিন্তু যদি কেউ হোল্ডিং করে দাম বাড়িয়ে দুই পয়সা কামাতে চান তাদের এটাও চিন্তা করতে হবে, পেঁয়াজ পচে যাবে। এখন তো পচা পেঁয়াজও শুকানোর চেষ্টা হচ্ছে। মানুষকে এই কষ্ট দেয়াটা কেন? এভাবে কারা এর পেছনে আছে সেটা আমাদের দেখতে হবে।
প্রসঙ্গত, শনিবার বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, মিসর থেকে কার্গো বিমানযোগে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান ঢাকায় পৌঁছাবে মঙ্গলবার। এস আলম গ্রুপ মিসর থেকে বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি করছে, এটি তার প্রথম চালান। পর্যায়ক্রমে অন্যান্য আমদানিকারকদের আমদানি করা পেঁয়াজ কার্গো বিমানযোগে দেশে আসবে।
-এএ