শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭


কৃষ্ণা রানীকে চাপা দেয়া বাসের হেলপার গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার বাংলামোটরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তা কৃষ্ণা রানী চৌধুরীকে বাসচাপায় পা হারানোর ঘটনায় পলাতক হেলপারকে গ্রেপ্তার করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শুক্রবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টায় ময়মনসিংহের গৌরীপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হেলপারের নাম মুহা. বাচ্চু মিয়া (১৮)।

এর আগে গত ১ সেপ্টেম্বর প্রধান আসামি বাসচালক মোরশেদকেও গ্রেপ্তার করেছিল পিবিআই।

পিবিআইয়ের ঢাকা মেট্রো উত্তরের বিশেষ পুলিশ সুপার ( এসপি) মুহা. বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মুহা. আলামিন শেখ-এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআই মুহা. আলামিন শেখ জানান, গ্রেপ্তার আসামিকে আজ আদালতে নেয়া হবে। এই মামলায় বাসের হেলপার বাচ্চু মিয়া এজাহারভুক্ত আসামি।

এর আগে গত ২৭ আগস্ট বাংলামোটর এলাকায় ফুটপাত দিয়ে যাওয়ার সময় ট্রাস্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় দুই পা হারান কৃষ্ণা রায়। তিনি বিআইডব্লিউটিসির হিসাব বিভাগের কর্মকর্তা। এ ঘটনার পরদিন রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে আসামি করা হয়েছে বাস মালিক, চালক ও হেলপারকে।

এর আগে কৃষ্ণা রানীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের মালিক সমিতির প্রতিনিধিরা। কৃষ্ণা রানীকে তারা পা হারানোর ক্ষতিপূরণ বাবদ ২ লাখ টাকা ও চিকিৎসার খরচ দিতে চেয়েছিলেন; কিন্তু কৃষ্ণার পরিবার এবং তার অফিস কর্তৃপক্ষ এ প্রস্তাব প্রত্যাখান করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ