রবিবার, ৩১ আগস্ট ২০২৫ ।। ১৬ ভাদ্র ১৪৩২ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে একমত জামায়াত জাতীয় প্রেসক্লাবে মসজিদভিত্তিক সমাজ উন্নয়ন বিষয়ে গোলটেবিল আলোচনা পাগলা মসজিদের সিন্দুকে রেকর্ড ১২ কোটি টাকা ইসলামিক ল' রিসার্চ সেন্টারের ২৭তম এজিএম অনুষ্ঠিত শাপলার চেতনা আগামীর বাংলাদেশের মাইলফলক: ইবনে শাইখুল হাদিস ২৬ সেপ্টেম্বর থেকে প্রাথমিক শিক্ষকদের আমরণ অনশনের ঘোষণা ‘নুরের ওপর হামলায় দেশের নেতৃত্ব নিয়ে সন্দেহ তৈরি হয়েছে ’ বাংলাদেশ বিনির্মাণে সবার নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল জুলাই আন্দোলনের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করতে হবে : খেলাফত মহাসচিব ফ্যাসিবাদ পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে: ইসলামী আন্দোলন মহাসচিব

মালয়েশিয়া পাচারকালে ১২২ রোহিঙ্গা উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টেকনাফের সেন্টমার্টিনের উপকূলীবর্তী সাগর থেকে একটি কাঠের বিকল ট্রলার থেকে ১১৯ রোহিঙ্গাকে উদ্ধার করেছেন কোস্টগার্ড সদস্যরা।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রোহিঙ্গাদের মধ্যে পুরুষ ছাড়াও নারী ও শিশু ছিল।

এসব রোহিঙ্গা সমুদ্র পাড়ি দিয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় যাচ্ছিল বলে জানিয়েছেন কোস্টগার্ড সদস্যরা।

কোস্টগার্ড সদস্য স্থানীয় স্টেশন কমান্ডার লে. এম জোসেল রানা বলেন, বৃহস্পতিবার সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপের অদূরে একটি কাঠের নৌযান ভাসতে দেখেন কোস্টগার্ডের দক্ষিণ-পূর্ব জোনের একটি বিশেষ টহল দল। সেখানে পৌঁছে তারা দেখেন নৌযানটি বিকল হয়ে গেছে। এর ভেতর থেকে ১১৯ রোহিঙ্গা উদ্ধার করেন তারা।

উদ্ধারকৃত রোহিঙ্গাদের মধ্যে ৪৭ পুরুষ, ৫৮ নারী এবং শিশু ১৪ জন বলে জানান তিনি। তিনি বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার পর তাদের নিয়ে টেকনাফের উদ্দেশে রওনা হই। সন্ধ্যায় তাদের নিজ নিজ ক্যাম্পে পাঠানো হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত মানবপাচারকারী কোনো দালালকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান কমান্ডার লে. এম জোসেল রানা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ