বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ।। ১৩ কার্তিক ১৪৩২ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইনসাফভিত্তিক রাষ্ট্র চাইলে বিশ্বস্ত ব্যক্তিদের সংসদে পাঠাতে হবে : মোহাম্মদ আলী জুলাই সনদ বাস্তবায়ন হওয়া ছাড়া নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই : নাহিদ ইসলাম তালাক নয়, সংশোধনেই সমাধান: শায়খ আহমাদুল্লাহ শহীদের রক্তের বদলা ইসলামের বিজয়ের মাধ্যমেই নেওয়া হবে : মাসুদ মেট্রোরেল নিরাপদ, যাত্রীদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের দেশকে বিএনপি তিনবার ও আ.লীগ একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল: চরমোনাই পীর টেকসই গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিতা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় : মাসুদ সাঈদী আফগান শান্তি আলোচনা ভেঙে যাওয়ার কারণ ভারত: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী অবৈধ মোবাইলের ব্যবহার বন্ধ করতে চালু হচ্ছে এনইআইআর সিস্টেম ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমানের সফল উড্ডয়ন

প্রধান শিক্ষক ১১, সহকারি শিক্ষক ১৩তম গ্রেড অনুমোদনের চিঠি ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১১ এবং সহকারি শিক্ষক ১৩তম গ্রেডের অর্থমন্ত্রণালয় থেকে অনুমোদনের চিঠি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। প্রাথমিকের শিক্ষকরা এই চিঠিটি বিভিন্ন গ্রুপেও শেয়ার করছেন।

জানা যায়, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেমও তার নিজস্ব ফেসবুকেও চিঠিটি শেয়ার করেছেন। পোস্ট করা চিঠিটির ছবির রেজুলেশন কম থাকায় চিঠির ভাষা কিংবা বাক্য অসষ্পষ্ট।

আবুল কাশেম তার নিজস্ব টাইমলাইনে একটি স্ট্যাটাসে দাবি করেছেন এটি অর্থমন্ত্রণালয় থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো প্রাথমিক শিক্ষকদের গ্রেড অনুমোদন সংক্রান্ত চিঠি।

আবুল কাশেম স্ট্যাটাসে উল্লেখ করেছেন, নিম্নের চিঠিটি অর্থ মন্ত্রনালয় থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চিঠিটি অস্পষ্ট।

এখানে লেখা আছে প্রধান শিক্ষক প্রশিক্ষণ ও প্রশিক্ষণবিহীন উভয়েই ১১ তম গ্রেড ও সহকারি শিক্ষক প্রশিক্ষণ ও প্রশিক্ষণবিহীন উভয়েই ১৩ তম গ্রেডে উন্নীত। আরো লেখা আছে সহকারি প্রধান শিক্ষকের জন্য প্রস্তাব পাঠানো হলে তাদের গ্রেড জানানো হবে।

তিনি আরও উল্লেখ করেন, আমরা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষথেকে এ চিঠির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।আমরা সহকারী শিক্ষকের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকের ১০ম গ্রেড চাই এবং এ দাবী বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। আমরা এ বিষয়ে সমিতির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো, ইনশাল্লাহ্।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ