শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


নাঈমুলের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হওয়া ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাঈমুল আবরারের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৬ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হক এ নির্দেশ দেন।

আইনজীবী ওমর ফারুক আসিফ জানিয়েছেন, জাতীয় দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে নিহত আবরারের বাবার দায়ের করা একটি মামলার নথি পর্যালোচনা করে আদালত এ নির্দেশ দেন। দন্ডবিধির ৩০৪ (ক) ধারায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়।

আসিফ জানান, মোহাম্মদপুর থানার ওসিকে ময়নাতদন্তের দায়িত্ব দিয়ে আগামী ১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি নিহত আবরারের বাবার দায়ের করা মামলার প্রতিবেদনও দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত।

প্রসঙ্গত, রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী নাঈমুল আবরার গত ১ নভেম্বর কিশোর আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বিকেল ৪টার দিকে তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেল ৪টা ৫১ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আয়োজকরা বিষয়টি কাউকে না জানিয়ে সন্ধ্যা পর্যন্ত তাদের অনুষ্ঠান চালিয়ে যায় বলে কলেজ কর্তৃপক্ষের দাবি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ